ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবিতে নিহত ৪, নিখোঁজ ৩৮

SHARE

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উপকূলে ৬৫ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখনো ৩৮ জন নিখোঁজ রয়েছেন। রাতভর চলা উদ্ধার কার্যক্রমে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ডুবে যাওয়া ফেরিটির নাম ‘কেএমপি তুনু প্রাতামা জায়া’। এটি বুধবার দিনের শেষভাগে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ছেড়ে বালির গিলিমানুক বন্দরে যাচ্ছিল।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রা শুরুর প্রায় আধাঘণ্টা পর ফেরিটি সাগরে ডুবে যায়।

উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ফেরিটিতে ৫৩ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। এ ছাড়া ১৪টি ট্রাকসহ মোট ২২টি যানবাহন ছিল ফেরিটিতে।

স্থানীয় পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা এএফপিকে জানান, এ পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তাদের অনেকেই দীর্ঘক্ষণ সাগরে ভেসে অচেতন হয়ে পড়েছিলেন।

রাতভর উদ্ধার অভিযানে অংশ নেয় ৯টি উদ্ধারকারী নৌকা। তবে ৬ ফুটের বেশি উচ্চতার ঢেউ ও ঘন অন্ধকারে উদ্ধারকর্মীদের হিমশিম খেতে হয়েছে বলে জানানো হয়। নিখোঁজদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।