নতুন দল গঠনের হুমকি ইলন মাস্কের

SHARE

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাস হলে নতুন রাজনৈতিক দল গঠন করবেন বলে হুমকি দিয়েছেন ইলন মাস্ক। সোমবার (৩০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ তিনি জানান, ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ পাসের পরদিনই তার ‘আমেরিকান পার্টি’ গঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আর পরে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা। আর আমি যদি এই পৃথিবীতে আমার শেষ কাজ হিসেবেও কিছু করি, তাহলেও নিশ্চিত করব যে তারা যেন আগামী বছর প্রাথমিক বাছাইয়ে হেরে যান।

যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে মাস্ক ডেমোক্র্যাট-রিপাবলিকানদের একদলীয় শাসন বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দেশটিতে এমন একটা নতুন রাজনৈতিক দল দরকার, যেখানে সাধারণ মানুষের সত্যিকারের কণ্ঠস্বর শোনা যাবে। তিনি বলেছেন, কংগ্রেসের যেসব সদস্য বিতর্কিত বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রাথমিক বাছাই পর্বে যেসব প্রার্থী দাঁড়াতে চান, তাদের তিনি সমর্থন দেবেন।

মার্কিন এই ধনকুবের শুরু থেকেই ট্রাম্পের কর বিলের সমালোচনা করে আসছেন।
এর মাধ্যমেই একসময়ের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিরোধের বিষয়টি সামনে আসে। তিনি বলেছেন, ‘এ বিল যদি পাস হয় তাহলে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের কোনো পার্থক্য থাকবে না।’ মাস্কের দাবি, রিপাবলিকানদের এই বিল যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা আরো বাড়িয়ে ঋণের ‘দাসত্ব’ তৈরি করবে। এই বিল পাস হলে বৈদ্যুতিক গাড়ির জন্য বরাদ্দ সরকারি ভর্তুকি ও করছাড় বাতিল হতে পারে, যা মাস্কের টেসলা দীর্ঘদিন ধরে পেয়ে আসছিল।