শ্রীলঙ্কা যাওয়ার আগে প্রশ্নের জবাবে নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, দ্বিপক্ষীয় সিরিজে ওপেন করতে চান তিনি। বাংলাদেশের অধিনায়কের চাওয়া সত্যি হবে কি না, আগামীকাল জানা যাবে। তবে গল টেস্ট শুরুর আগে সত্যিই ওপেনিংয়ে নামবেন কি না, তা এখনি খোলসা করতে চান না তিনি।
প্রতিপক্ষকে ধাঁধার মধ্যে রাখতে চান বলে জানিয়েছেন শান্ত।
সংবাদ সম্মেলনে বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে, এটা কালকেই আসলে বলতে চাই। আমি চাই না যে, প্রতিপক্ষ আগে থেকেই এই ধারণাটা পাক। ইনশাল্লাহ কালকে আমরা কী কম্বিনেশনে যাব, তার ওপর নির্ভর করে একাদশ সাজান হবে।’
শান্তর ওপেনিংয়ে নামার বিষয়টা মেহেদী হাসান মিরাজের খেলার ওপর নির্ভর করছে।
জ্বরের কারণে বাংলাদেশি অলরাউন্ডার প্রথম টেস্ট খেলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। শান্ত বলেছেন, ‘কারণ এখনো মিরাজ একটু শরীরটা খারাপ আছে। উন্নতি করছে। তবু ওর ওপর অনেক কিছু নির্ভর করছে।
ওর এভেইলিবিলিটির জায়গাটা যদি ঠিকঠাক থাকে, তাহলে ভালো একটা কম্বিনেশন নিয়ে যেতে পারব।’
শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু হবে। নতুন চক্রে তাই জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সিরিজ নিয়ে কথা বলতে চান না শান্ত। ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয় অতীতে আমরা জিম্বাবুয়ের সঙ্গে কী সিরিজ খেলেছি, ওটা নিয়ে খুব বেশি এগোনোটা ঠিক হবে না। সবশেষ ম্যাচের কথা যদি বলেন, খুব ভালো স্মৃতি।
আগের ম্যাচটা আমরা হেরেছিলাম। পরে যেভাবে কামব্যাক করেছিল দল, সেটিই সবাইকে মোটিভেট করবে ।’
শ্রীলঙ্কায় ভালো কিছু করতে চান বলে শান্ত বলেছেন, ‘নতুন একটা প্রতিপক্ষ এবং নতুন একটা কন্ডিশনে খেলা। এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে। সেই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারে, তাহলে ভালো কিছুই হবে। তবে আমাদের ভালো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা ব্যাটিংয়ে আছি।’
নিজেদের সেরাটা খেললে ভালো কিছু করা সম্ভব বলে জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ভালোভাবে যদি শুরু করতে পারি, দলের জন্য ভালো হবে। কারণ ভালো একটা সুযোগ। দলটা যেরকম পেয়েছি, আমরা যদি সেরা খেলাটা খেলতে পারি, ভালো কিছু সম্ভব।’