পাবনায় আজ বৃহস্পতিবার দিনদুপুরে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে বুধবার রাতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
নিহত যুবকের নাম মিঠু (৩০)। তিনি আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নরজার গ্রামের নান্নু মিয়ার ছেলে।
সন্ত্রাসীদের হামলায় নিহত ব্যবসায়ী ইসলাম প্রামানিক (৬০) ফরিদপুর উপজেলার রাউত দক্ষিণ নাগদহপাড়া গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের মৃত জামাল প্রামানিকের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চাচকিয়া পূর্বপাড়ায় সমিতির ঋনের কিস্তি দিয়ে বাড়ি ফেরার পথে মিঠুর ওপর হামলা চালায় ৫/৭ জন সন্ত্রাসী। তারা প্রকাশ্যে মিঠুকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।’
স্থানীয়দের দাবি, মিঠু নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্য।
তবে ওসি ফারুক হোসেন বলেন, ‘ মিঠুকে হত্যার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।’
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে রাউত দক্ষিণ নাগদহপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী ইসলাম প্রামানিক বাঁধের ওপর দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মিলন হোসেন নামে এক ব্যক্তি ইসলাম প্রামানিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পালিয়ে যাওয়ার সময় মিলনকে এলাকাবাসী আটক করে। গুরুতর আহত অবস্থায় ইসলাম প্রামানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এতে প্রমাণিত হয় না যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’