ঈদুল আজহার আগমুহূর্তে বৈরুতে ইসরাইলের সিরিজ বোমা হামলা

SHARE

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (৫ জুন) ঈদুল আজহা উদযাপনের কয়েক ঘণ্টা আগে এই হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।

শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার আগে বৈরুতে অবস্থিত হিজবুল্লাহর ঘাঁটি থাকা এলাকার বেশ কয়েকটি ভবন খালি করার সতর্কতা জারি করে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন উৎপাদনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ বৈরুতে ইসরাইলি হামলায় ১০০টি আবাসিক ইউনিট ধ্বংস হয়ে গেছে।

আল জাজিরা বলছে, গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে এ নিয়ে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে ইসরাইল। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে নেতানিয়াহু বাহিনী প্রায়ই হামলা চালায়।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লেখেছেন, আমি মনে করি এগুলো আমাদের মাতৃভূমির নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনীতির ওপর একটি সংগঠিত এবং ইচ্ছাকৃত আক্রমণ। বিশেষ করে ছুটির দিন এবং পর্যটন মৌসুমের সময়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাগুলোকে আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন, এটি একটি পবিত্র ধর্মীয় উৎসবের আগমুহূর্তে ঘটেছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর ড্রোনের ব্যাপক ব্যবহার আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল। হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।