চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা প্রায় ১০৮০ ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করবেন। সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন তিনি।
ট্রাম্পের কঠোর পদক্ষেপে শুরুর দিকে কয়েক দফা হাতকড়া ও পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এতে তখন দেশটির পার্লামেন্টসহ নেটিজেনদের মধ্যে চলে তুমুল বিতর্ক।
তবে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন, অবৈধ অভিবাসন সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে ভারত।
রণধীর বলেন, ‘অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা অথবা অবৈধ উপায়ে সেখানে প্রবেশ করা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকার থেকে তাদের বিস্তারিত তথ্য পাওয়ার পর আমরা তাদের ফিরিয়ে আনি।’
তিনি আরো জানান, ‘২০২৫ সালের জানুয়ারি থেকে প্রায় ১০৮০ জন ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে প্রায় ৬২ শতাংশই বাণিজ্যিক ফ্লাইটে ফিরেছেন।’
এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ঘিরে চলমান বিতর্ক নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করেছেন জয়সওয়াল।
তিনি জানান, বিষয়টি সম্পর্কে ভারত সরকার অবগত এবং যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ও এক্সচেঞ্জ ভিসা প্রার্থীদের জন্য নতুন নির্দেশিকা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘বিদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের কল্যাণ ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।’
জয়সওয়াল বলেন, ‘যদিও ভিসা প্রদান একটি সার্বভৌম বিষয়, তবুও আমরা আশা করি, ভারতীয় শিক্ষার্থীদের আবেদন মেধার ভিত্তিতে বিবেচিত হবে এবং তারা সময়মতো তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দিতে পারবে।’