শতক ছাড়াই ৪০০! আরো যেসব কীর্তি গড়ল ইংল্যান্ড

SHARE

বার্মিংহামের এজবাস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছে ইংল্যান্ড। যা হয়ে উঠেছে নতুন রেকর্ড। কোনো ব্যাটসম্যানের শতক ছাড়াই এটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ দলগত স্কোর।

এর আগে, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে ৩৯২ রান করে শতকবিহীন সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছিল।
এবার সেই রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড। দলের চার ব্যাটসম্যান—বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল—অর্ধশতক হাঁকান। এর মধ্যে বেথেল ৫৩ বলে ৮২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক।

একই ইনিংসে ইংল্যান্ডের শীর্ষ সাত ব্যাটসম্যানই ৩০ বা তার বেশি রান করেন, যা ওডিআই ইতিহাসে প্রথম।
৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৪০০। যা এজবাস্টনে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৯ উইকেটে ৪০৮ রানের পর এটিই এই মাঠের সর্বোচ্চ রানের ইনিংস।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৬২ রানে গুটিয়ে গেলে ২৩৮ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড।
যা রানের হিসাবে ওয়ানডে তাদের দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এগারো নম্বরে নামা জেডেন সিলস। ব্রুক নিজে ধরেছেন পাঁচটি ক্যাচ। ওয়ানডেতে জন্টি রোডসের সমান এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ক্যাচের রেকর্ড (উইকেটকিপার বাদে) এখন ব্রুকেরও।