পুতিন আগুন নিয়ে খেলছেন: ট্রাম্প

SHARE

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির মধ্য দিয়ে যুদ্ধের তীব্রতা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ার করে বলেছেন, ‘পুতিন আগুন নিয়ে খেলছেন’।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ভ্লাদিমির পুতিন বুঝতে পারছেন না, যদি আমি না থাকতাম রাশিয়ায় অনেক খারাপ কিছু ঘটত—আমি বলছি, সত্যিই ভয়ঙ্কর কিছু। তিনি এখন আগুন নিয়ে খেলছেন।

পুতিনের সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করা ট্রাম্প এই মন্তব্যে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে ইউক্রেনে ব্যাপক আকাশ হামলা চালানোর পর এক পোস্টে (রবিবার) তিনি বলেছিলেন, ‘পুতিন একেবারে পাগল হয়ে গেছেন’।

ট্রাম্পের পুতিনবিরোধী মন্তব্যের মধ্যেই, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ বাহিনী চারটি গ্রাম দখল করে নিয়েছে।

সুমি গভর্নর ওলেহ গ্রিহোরোভ এক ফেসবুক পোস্টে জানান, নোভেনকে, বাসিভকা, ভেসেলিভকা ও ঝুরাভকা গ্রামগুলো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে।
যদিও এসব গ্রাম থেকে আগেই স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সুমি অঞ্চলের কাছাকাছি বিলোভোদি গ্রামও দখল করেছে, যা আরও এক ধাপ অগ্রগতির ইঙ্গিত দেয়।

সুমি ইউক্রেন-রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, রুশ বাহিনী ছোট ছোট দলে মোটরসাইকেল নিয়ে হামলা চালানোর পাশাপাশি ড্রোনের সহযোগিতা নিচ্ছে।

গত বছর ইউক্রেন বাহিনী সুমি অঞ্চলকে ব্যবহার করেই রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযান চালিয়েছিল, যদিও এ বছরের এপ্রিল নাগাদ বেশিরভাগ এলাকা পুনরুদ্ধার করে রুশ বাহিনী।

রাশিয়ার সামরিক তৎপরতা এখন মূলত পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে দেখা গেলেও, সুমি এবং উত্তর-পূর্ব খারকিভ ও দক্ষিণ-পূর্ব জাপোরিঝঝিয়াতে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও আশঙ্কা করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক বিবৃতিতে সোমবার জেলেনস্কি বলেন, ‘নতুন হামলার প্রস্তুতির অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে। রাশিয়া এই যুদ্ধকে চালিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।’

এদিকে রাশিয়া বলছে, ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহে দুই ঘণ্টার ফোনালাপের পর তারা একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে কাজ করতে আগ্রহী।

কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা এবং যুক্তরাষ্ট্র মিলে রাশিয়াকে অবিলম্বে অন্তত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে ক্রেমলিন জানিয়েছে, তারা এখনও এই শান্তিচুক্তির খসড়া প্রক্রিয়াধীন রেখেছে এবং এটি বাস্তবায়নে কতদিন লাগবে তা এখনই বলা যাচ্ছে না।