দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারিয়েছে পাকিস্তান। দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে সাকিব বোল্ড করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহকে। এগিয়ে এসে খেলতে গিয়ে বলে-ব্যাটে করতে পারেননি মিসবাহ। তখনও দলের স্কোরবোর্ডে কোনো রান যোগ হয়নি পাকিস্তানের। মিসবাহ ৯ রান করেন।
শহীদ-সাকিবের করা দিনের প্রথম দুটি ওভার মেডেনই পেয়েছিল বাংলাদেশ। তৃতীয় ওভারে এসে রানের দেখা পায় পাকিস্তান আজহার আলীর ব্যাটে। ৩২৩ রানেই চতুর্থ উইকেট হারায় পাকিস্তান।
এর প্রথম দিনে তিন উইকেটে ৩২৩ রান করেছিল পাকিস্তান। সেঞ্চুরি করেছিলেন ইউনুস খান ও আজহার আলী। ২৯তম টেস্ট সেঞ্চুরিতে ইউনুস ছুঁয়েছেন স্যার ডন ব্র্যাডম্যানকে। আজহার করেছিলেন ৮ম সেঞ্চুরি। ইউনুস ১৪৮ রান করে আউট হলেও আজহার আলী এখনও অপরাজিত আছেন।