রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। বাণিজ্য নগরীতে থমকে জনজীবন। ব্যাহত বিমান ও ট্রেন পরিষেবাও। এমতাবস্থাতেই সোমবার মিঠি নদীর পলি নিষ্কাশন দুর্নীতিতে অভিনেতা ডিনো মরিয়াকে তলব করেছে মুম্বাই পুলিশ।
সংশ্লিষ্ট মামলায় ৬৫ কোটি রুপির আর্থিক জালিয়াতের অভিযোগ রয়েছে।
বন্যা প্রতিরোধের জন্য নদীখাতের পলি পরিষ্কার করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল মুম্বাই প্রশাসন। আর সেখানেই একটা বড় অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। এবার চলতি মৌসুমে যখন ভারী বর্ষণে জলমগ্ন মুম্বাই, এমতাবস্থাতেই সোমবার ডিনো মরিয়াকে ডেকে পাঠাল মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা।
সংশ্লিষ্ট মামলায় জাল নথি পেশ, তহবিল তছরূপের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য প্রশাসনের তরফে যে টাকা দেওয়া হয়েছিল, সেটা খরচ করা হয়নি। তদন্তে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্যও।
জানা গেছে, মিঠি নদী পরিষ্কার করার জন্য যে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তারা ভুয়া লগবুক, স্লিপ জমা দিয়েছে।
শুধু তাই নয়, ভাড়া করা যন্ত্রপাতি বাবদ অতিরিক্ত ৩ কোটি রুপির বিল বানানোর অভিযোগও রয়েছে। এবার সংশ্লিষ্ট মামলার তদন্ত এগোতেই অভিনেতা ডিনো মরিয়ার নাম উঠে এসেছে। এরপরই মুম্বাই পুলিশ তাকে তলব করে। প্রশ্ন উঠেছে কীভাবে এই মামলার সঙ্গে ডিনো মোরিয়ার নাম জুড়ল?
ভারতীয় গণমাধ্যম সূত্রে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার সূখবর, মামলায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ডিনো মরিয়া এবং তার ভাই সান্তিনো মরিয়ার একাধিকবার ফোনে কথা হয়েছে। কল লিস্ট ঘেঁটে সেই তথ্য প্রকাশ্যে আসতেই এবার ডাক পড়েছে বলিউড অভিনেতার।
প্রসঙ্গত, মিঠি নদীর পলি সরানো এবং সৌন্দর্যায়ন প্রকল্প সম্পর্কিত নানা কাজে হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর সেই মামলাতেই বর্তমানে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আর্থিক দুর্নীতির জন্য সরকারি তহবিলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব নিকেশ করতেই এবার আরও জোরদার তদন্ত শুরু হয়েছে।
মে মাসের ৩ তারিখ সিট গঠন করেছে মুম্বাই পুলিশ। সেই প্রেক্ষিতেই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যে। যে তালিকায় পাঁচ ঠিকাদারও রয়েছেন।
উল্লেখ্য, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজ’ সিনেমায় বিপাসা বসুর বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়ান ডিনো মরিয়া। এরপর ‘আকসার’, ‘দাস কাহানিয়া’, ‘ইশক হ্যা তুমসে’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ডিনোকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরে মুক্তি পাওয়া ‘মেরি হাসব্যান্ড কি বিবি’ সিনেমায়।