প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। অল রেডদের শিরোপা জেতানোর পথে দারুণ ভূমিকাও ছিল এই ফুটবলারের। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও অবশ্য পেয়েছেন এই স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
২০২৪-২৫ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলা এখনো বাকি। তবে তার আগে শনিবার (২৪ মে) প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের নাম জানিয়ে দিলো ইপিএল কর্তৃপক্ষ।
লিভারপুলের শিরোপা পুনরুদ্ধারের সালাহ ছিলেন অপ্রতিরোধ্য। আর যে পারফর্ম তিনি করেছেন, তাতে তার সেরার স্বীকৃতি পাওয়াটা একরকম প্রত্যাশিতই ছিল।
ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে এই মৌসুমের শুরুতে লিভারপুলের ডাগ আউটে যোগ দেন ডাচ কোচ আর্না স্লট। তার হাত ধরে মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে ছিলো দলটি। শেষ পর্যন্ত চার ম্যাচ হাতে রেখে লিগের শিরোপা জয় নিশ্চিত করে লিভারপুল।
এ মৌসুমে লিভারপুলের হয়ে নিয়মিত গোল করেছেন সালাহ, সেইসঙ্গে অ্যাসিস্টও করেছেন। এখন পর্যন্ত ২৮ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার এই মিশরীয়। অ্যাসিস্ট করেছেন ১৮টি, এ তালিকায়ও সবার ওপরে আছেন তিনি।
গোল্ডেন বুটের লড়াইয়েও সবচেয়ে এগিয়ে আছেন মোহামেদ সালাহ। এখন পর্যন্ত গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেডের আলেকসান্দার ইসাকের চেয়ে পাঁচটি গোল বেশি নিয়ে শীর্ষে আছেন লিভারপুলের এই ফুটবলার।
রোববার (২৫ মে) শেষ রাউন্ডে চরম নাটকীয় কোনো কিছু যদি না ঘটে, তাহলে সবচেয়ে বেশি চারবার গোল্ডেন বুট জয়ী আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরিকে স্পর্শ করবেন সালাহ।
এরই মধ্যে ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি গোলে সম্পৃক্ত (গোল ও অ্যাসিস্ট) থাকার রেকর্ড গড়েছেন সালাহ। এখানে অঁরি এবং আর্লিং হলান্ডের যৌথ রেকর্ড (৪৪টি) ছাড়িয়ে গেছেন তিনি।
শেষ রাউন্ডে একটি গোল বা অ্যাসিস্ট করতে পারলে, ৪২ ম্যাচের আসরে দুই গ্রেট অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরার সর্বোচ্চ ৪৭টি গোলে সম্পৃক্ত থাকার যৌথ রেকর্ডও স্পর্শ করবেন লিভারপুলের এই মিশরীয় তারকা। ঘরের মাঠে রোববার (২৫ মে) শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল।