ভারত ও পাকিস্তান একে অপরের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। গত শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির সরকার পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়। খবর চায়না ডেইলির।
গত মাসে (২২ এপ্রিল) ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে ২৬ পর্যটক নিহত হয়। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে। ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়।
ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে এক মাসের জন্য পাকিস্তানের বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। পরদিন পাকিস্তানও পাল্টা ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে। ভারত ও পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে যা চারদিনের তীব্র সংঘাতের পর গত ১০ মে কার্যকর হয়।
পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও গত সপ্তাহে পাকিস্তান জানায়, তারা ভারতের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের সময় আরও এক মাসের জন্য বাড়াবে যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হবে। এরপর গত শুক্রবার পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (পিসিএএ) ঘোষণা করে, সরকার সমস্ত ভারতীয় ফ্লাইটের উপর আকাশসীমা বন্ধের মেয়াদ এক মাস বাড়িয়েছে।
আকাশসীমা বন্ধের এই স্থগিতাদেশ আগামী ২৩ জুন পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামরিক ফ্লাইটসহ ভারতে নিবন্ধিত, পরিচালিত বা মালিকানাধীন বিমান ও দেশটির এয়ারলাইন্সগুলোর ইজারা নেয়া বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।
অন্যদিকে ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সামরিক ফ্লাইটসহ পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন বা ইজারা নেয়া বিমান ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।