ইসরাইলি হামলায় চিকিৎসকের ১০ সন্তানের নয়জন নিহত

SHARE

গাজায় একজন চিকিৎসকের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ওই ডাক্তারের ১০ জন সন্তানের মধ্যে নয়জনই নিহত হয়েছে। খান ইউনিস শহরের নাসের হাসপাতাল এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৪ মে) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

হাসপাতালটি জানায়, এই হামলায় চিকিৎসক আলা আল-নাজ্জারের এক সন্তান এবং তার স্বামী আহত হয়েছেন, কিন্তু বেঁচে গেছেন। হাসপাতালে কর্মরত ব্রিটিশ সার্জন গ্রেইম গ্রুম বলেছেন, তিনি আল- নাজ্জারের বেঁচে যাওয়া ১১ বছর বয়সী ছেলেটির অস্ত্রোপচার করেছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালকের শেয়ার করা এবং বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, শুক্রবার খান ইউনিসে হামলার ধ্বংসস্তূপ থেকে ছোট ছোট পোড়া মৃতদেহ তোলা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ডাক্তার মুনির আলবোর্শ সামাজিকমাধ্যম এক্স-এ বলেছেন, ডাক্তার আল-নাজ্জারের স্বামী হামদি তার স্ত্রীকে কাজে নিয়ে বাড়ি ফেরার কয়েক মিনিট পরেই তাদের বাড়িতে হামলা চালায় ইসরাইল।

এতে আল-নাজ্জারের স্বামী গুরুতর আহত হয়েছেন বলে জানান আলবোর্শ।

আলবোর্শ এটিকে ডাক্তার আল-নাজ্জারের জন্য একটি ‘অকল্পনীয়’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন।

হাসপাতালটি প্রথমে ফেসবুকে আট শিশুর মৃত্যুর খবর পোস্ট করেছিল, তারপর দুই ঘন্টা পরে সেই সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়। আল-নাজ্জারের সবচেয়ে বড় সন্তানের বয়স ১২ বছর।

এদিকে, হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার ইসরাইলি বিমান হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার এ পর্যন্ত কমপক্ষে আরও ছয়জন নিহত হন।