চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন লুকা মদ্রিচ। তার বিদায়ে বিশেষ বার্তা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক মাধ্যমে ক্লাব কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘তুমি এমন কিছু জিতেছো যা অমূল্য: বিশ্বের সম্মান এবং প্রশংসা। বকিছুর জন্য ধন্যবাদ, কিংবদন্তি।’
বৃহস্পতিবার (২২ মে) ক্লাব ছাড়ার ঘোষণা দেন মদ্রিচ। ফলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে লা লিগায় রিয়ালের হয়ে তার শেষ ম্যাচ। ক্লাবের হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে তিনি জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। লস ব্লাঙ্কো শিবিরে থাকাকালীন ২০১৮ সালে পেয়েছেন ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডও গড়েছেন ৩৯ বছর বয়সী এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।
ক্লাব কিংবদন্তির বিদায়ে ইনস্টাগ্রামে শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তায় এমবাপ্পে লেখেন, ‘ভাই, এই মৌসুমে তোমার সাথে খেলার এবং লকার রুম শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছে। আমি কাছ থেকে দেখেছি মহানতা বলতে আসলে কী বোঝায়… সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হওয়ার আগে তুমি একজন অসাধারণ মানুষ। তুমি এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ক্লাবের হয়ে ইতিহাস লিখেছো এবং সবকিছু জিতেছো। কিন্তু তুমি এমন কিছু জিতেছো যা অমূল্য: বিশ্বের সম্মান এবং প্রশংসা। সবকিছুর জন্য ধন্যবাদ, কিংবদন্তি।’
২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মদ্রিচ। সেবার স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার এক জরিপে মৌসুমের সবচেয়ে বাজে সাইনিংয়ে নাম এসেছিল তার। অথচ রিয়াল মাদ্রিদে তিনি যা অর্জন করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি ২৮টি ট্রফি জিতেছেন। জুনের ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হবে তার মাদ্রিদ অধ্যায়।
এর আগে মদ্রিচের বিদায়ে বিশেষ বার্তা দিয়েছিলেন সাবেক ও বর্তমান সতীর্থরা। যে বার্তার তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে টনি ক্রুস, সার্জিও রামোস, করিম বেনজেমারা, জুড বেলিংহ্যাম, ভিনিসিউস জুনিয়র।