ইয়েমেন থেকে ইসরাইলকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। তবে এটি ঠেকিয়ে দেয়ার দাবি করেছে আইডিএফ।
ইয়েমেনের হুতি গোষ্ঠী গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মাঝেমধ্যেই ইসরাইলকেল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
শুক্রবার (২৩ মে) সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিব এবং মধ্য ইসরাইল ও আশেপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’। হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে আইডিএফ।
এর আগে ইসরাইলকে লক্ষ্য করে বৃহস্পতিবার দুটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
ইয়েমেনের হুতি গোষ্ঠী গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মাঝেমধ্যেই ইসরাইলকেল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মাঝে বেশ কয়েক দিন তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপরও হামলা চালায়। পরে এর জেরে হুতিদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্রও। পরবর্তী সময়ে হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তিতে আসে যে তারা আর লোহিত সাগরে কোনো জাহাজের ওপর হামলা চালাবে না।