যুক্তরাষ্ট্রে মধ্যরাতে বিমান বিধ্বস্ত, বাড়ি-গাড়িতে আগুন

SHARE

যুক্তরাষ্ট্রে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরে গেছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, সান ডিয়েগোর একটি নিচু দালানের এলাকায় সারি ধরে গাড়িগুলো আগুনে পুড়ে কালো ছাইয়ে পরিণত হয়েছে এবং অন্তত একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেডারেল এভিয়েশন অথরিটি জানিয়েছে, একটি সেসনা ৫৫০ বিমান স্থানীয় সময় রাত ৩টা ৪৫ মিনিটে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল মন্টগোমারি-গিবস এক্সিকিউটিভ এয়ারপোর্টের কাছাকাছি একটি এলাকা।

সান ডিয়েগো পুলিশ বিভাগ জানিয়েছে, তারা ‘বিমান দুর্ঘটনার’ স্থলে সাড়া দিয়েছে এবং সতর্কতা হিসেবে আশপাশের তিনটি রাস্তা খালি করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছেম যেন কেউ ধ্বংসাবশেষ বা জ্বালানির গন্ধ পেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানায়।

এ ছাড়া এবিসি নিউজ সান ডিয়েগো ফায়ার ডিপার্টমেন্টের একজন সহকারী প্রধানকে উদ্ধৃত করে জানিয়েছে, সেসনা বিমানটি ‘বিস্তৃত ধ্বংসস্তূপের ক্ষেত্র’ তৈরি করেছে এবং একাধিক বাড়ি ও পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।