রিয়াল ছাড়ার ঘোষণা মদরিচের

SHARE

ফুটবলকে ছাড়তে চান না লুকা মদরিচ। তবে সময়ের কাছে সবাইকে সমর্পণ করতে হয়। অবশ্য খেলোয়াড় হিসেবে ফুটবলকে এখনই বাই বাই বলছেন না তিনি। তবে বাস্তবতা মেনে প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদকে ছাড়তে রাজি হয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল ছাড়বেন বলে জানিয়েছেন মদরিচ। মাদদ্রিস্তাদের উদ্দেশে এক খোলা চিঠিতে লিখেছেন, ‘মুহূর্তটা এসেছে। তবে কখনো চাইনি মুহূর্তটা আসুক।
কিন্তু এটাই ফুটবল। জীবনের সবকিছুর শুরু এবং শেষ আছে…। আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আমার শেষ ম্যাচ খেলব।’

রিয়ালের হয়ে দারুণ কিছু মুহূর্তর স্বাক্ষী হতে পেরে ক্লাবের সভাপতি, সতীর্থ, কোচসহ দর্শক-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মদরিচ।
ক্লাব ছেড়ে চলে গেলেও রিয়াল তার দ্বিতীয় ঘর হিসেবে থাকবে এবং সব সময় মাদদ্রিস্তা হয়ে থাকবেন তিনি। রিয়ালের মিডফিল্ডার বলেছেন, ‘গর্ব, কৃতজ্ঞতা ও অবিস্মরণীয় স্মৃতি নিয়ে বিদায় নেব। ক্লাব বিশ্বকাপের পর জার্সিটা পরে মাঠে নামব না। তবে সব সময় মাদদ্রিস্তা হয়ে থাকব। আমাদের আবার একে অপরে দেখা হবে।
সারা জীবন রিয়াল আমার দ্বিতীয় ঘর হয়ে থাকবে।’

২০১২ সালে রিয়ালে যোগ দেন মদরিচ। এরপর গত ১৩ মৌসুমে রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। সঙ্গে ৪ টি লা লিগাসহ মোট ২৮ শিরোপা জিতেছেন। ২০১৮ সালে লস ব্ল্যাঙ্কোসদের হয়েই ব্যালন ডি’অরও জেতেন তিনি। এখন পর্যন্ত সবমিলিয়ে রিয়ালের হয়ে খেলেছেন ৫৯০ ম্যাচ। গত কয়েক বছর ধরেই তার বিদায় নেওয়ার খবর শোনা গেলেও শেষে এক বছর করে বেশ কবার মেয়াদ বেড়েছে। এবার আর বাড়ছে না। ৩৯ বছর বয়সী ‘চিরসবুজ’ মদরিচ এবার থামার ঘোষণাই দিয়েছেন।