বিলবাওয়ের সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ইউরোপা লিগ ফাইনালে টটেনহাম হটস্পারের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর জয়ে ১৭ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বহু প্রতীক্ষিত কোনো বড় ট্রফি জিতল স্পার্সরা।
তবে এই ঐতিহাসিক ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের জন্য ছিল হতাশায় ভরা। বিশেষ করে, দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে বারবার উত্তপ্ত বাক্যবিনিময়ে তার হতাশা চরমে পৌঁছায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধজুড়ে ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে একাধিকবার বাকবিতণ্ডায় জড়ান হ্যারি ম্যাগুয়ার। এক পর্যায়ে রোমেরো মাটিতে পড়ে গেলে, ক্ষুব্ধ ম্যাগুয়ের তাকে উদ্দেশ করে বলেন, ‘তুমি তো অধিনায়ক, একটু শালীন হও।’ পুরো দ্বিতীয়ার্ধজুড়েই দুজনকে একাধিকবার মুখোমুখি হতে দেখা যায়, বিশেষ করে ম্যাচের উত্তেজনাকর শেষ মুহূর্তে। তবে উত্তাপ থেমে থাকেনি মাঠেই—ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাদের মধ্যে আরেকটি উত্তপ্ত মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন রোমেরো এগিয়ে এসে হাত মেলাতে চাইলে ম্যাগুয়ের তা উপেক্ষা করে প্রত্যাখ্যান করেন। এরপর রোমেরো ইউনাইটেডের ডিফেন্ডার দালোতকে আলিঙ্গন করতে গেলে, ম্যাগুয়ের হস্তক্ষেপ করে তাকে সেখান থেকে সরিয়ে দেন। এসময় দুজনের মধ্যে উত্তেজনা আরো বাড়ে এবং কোচিং স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।