বলিউড বাদশা শাহরুখ খানকে একনজর দেখার জন্য লাখো কোটি ভক্ত অনুরাগী যেমন চাতকের মতো অপেক্ষা করে, তেমনি অনেক তারকাও কিং খানের সান্নিধ্য পেতে মরিয়া হয়ে থাকে। কিং খানকে সামনে পেলে উন্মাদনায় হয়ে যায় নিরব, শান্ত। তবে ওয়ামিকা গাব্বির গল্পটা একটু ভিন্ন। প্রথম সাক্ষাতে তিনি শাহরুখ খানকেই চুপ করিয়ে দিয়েছিলেন! সেই ঘটনা জানালেন নিজের মুখেই।
ম্যাশাবেল ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়ামিকা গাব্বি জানিয়েছেন শাহরুখ খানের সঙ্গে তার প্রথম মোলাকাত বড়ই অদ্ভুত ছিল। অ্যাটলির সঙ্গে তাঁর প্রথম হিন্দি সিনেমায় কাজ করেছিলেন শাহরুখ। তাই পরিচালকের আরেক সিনেমা বেবি জনের মহরতে তার ডাকে এসেছিলেন কিং খান। আর সেখানেই ছিলেন ওয়ামিকা।
এই সিনেমার মহরতের সময়ই তার এবং শাহরুখের প্রথমবার দেখা হয়।
ওয়ামিকা গাব্বি জানান, যখন শাহরুখ খানের উপস্থিতিতে সবাই মুগ্ধ এবং তাকে নিয়েই ব্যস্ত ছিলেন, তখন সেখানে পিছন দিকে দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী এবং তাঁর ভাই হার্দিক। সেখানে দাঁড়িয়ে তাঁরা আলোচনা করছিলেন যে কিং খান যদি তাঁদের কাছে আসেন, কথা বলেন তাহলে তারা কী করবেন? দিদির এই প্রশ্ন শুনে ওয়ামিকার ভাই বলেন, ‘হাতের শিরা কেটে দে।’ তার এই কথা শুনে দুজনেই হেসে ওঠেন।
তবে ভাইয়ের বলা সেই কথা শাহরুখের সামনে বলে বসেন ওয়ামিকা। এখানেই ঘটে বিপত্তি। ওয়ামিকা গাব্বি জানান শাহরুখ খান যখন বেবি জন ছবির সেট ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি তার দিকে আসেন এবং তাঁকে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান। অভিনেত্রীর কথায়, ‘উনি আমায় বলেন, আচ্ছা আসি তবে।’ আমি ওর কথার জবাবে বলি, ‘আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগল স্যার।
আমার ভাই বলছিল হাতের শিরা কেটে নিতে। কিন্তু আমি তো সেটা করব না।’ ওয়ামিকা গাব্বি এটা বলার নাকি দুজনেই অনেকক্ষণ চুপ ছিলেন। শুধু তারা দুজন না, সবাই চুপ করে যান। শাহরুখ তারপর চুপচাপ বেরিয়ে যান বলেই জানান ওয়ামিকা।
অভিনেত্রী আরও বলেন, ‘শাহরুখ খান বেরিয়ে যেতেই প্রোডাকশন থেকে একজন ছুটে এসে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই হাত কাটার কথা বললে? আমার ভাই মজা করেছিল, আমি ভেবেছিলাম এটা উনাকে বললে উনি হয়তো মজা পাবেন। কিন্তু সেটা হয়নি।’
অল্প সময়েই বলিউডে নজর কেড়েছেন ওয়ামিকা গাব্বি। সামনে তাকে দেখা যাবে ‘ভুল চুক মাফ’ সিনেমায়। এতে তার সঙ্গে আছেন রাজকুমার রাও। ওটিটি মাধ্যমে মুক্তি পাবে সিনেমাটি। আগামী ১৬ মে অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে এটি।