মালয়েশিয়ায় গত পাঁচ মাসে বাংলাদেশিসহ এক হাজার ৭৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। অবৈধ অভিবাসীর পাশাপাশি ৬৮ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।
গতকাল বুধবার (২১ মে) কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসুফ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত নিয়মিত অভিযানে তাদের আটক করে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ।
এই কর্মকর্তা জানান, ২৭২টি অভিযান চালিয়ে ১ হাজার ৭৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। পাশাপাশি ৪.৫৯ মিলিয়ন রিঙ্গিত জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরো জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত নিয়মিত অভিযানে মোট তিন হাজার ৫৮৭ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে অবৈধভাবে অবস্থান করায় এক হাজার ৭৮৯ জনকে আটক করা হয়।
আটক হওয়াদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার নাগরিক। এরপরই রয়েছে বাংলাদেশ, মিয়ানমার ও পাকিস্তানের নাগরিকরা।
কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক আরো জানান, অভিযানে ৬৮ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে, যাদের মধ্যে মালয়েশীয় ও বিদেশি নাগরিক উভয়ই রয়েছেন।
আটক হওয়াদের মধ্যে নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবস্থান করা এবং ভিসার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে মোট এক হাজার ৫৫১টি তদন্ত শুরু করা হয়েছে।