জ্বালানি নীতি প্রত্যাহারের পরিকল্পনা, যুক্তরাষ্ট্রে বৃদ্ধি পেতে পারে গৃহস্থালির খরচ

SHARE

ট্রাম্প প্রশাসনের জ্বালানি দক্ষতার মান বাতিল করার প্রচেষ্টা গৃহস্থালির খরচ কয়েক বিলিয়ন ডলার বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১২টি বিদ্যুৎ সাশ্রয়ী মানদণ্ড বাতিলের উদ্যোগ নিলেও, সেটি আইনি বাধার মুখে পড়তে পারে। কারণ, এই পরিকল্পনা বিদ্যুৎ নীতিমালা ও সংরক্ষণ আইন (এনার্জি পলিসি এন্ড কনভারসেশন এক্ট-ইপিসিএ)-এর ‘অ্যান্টি-ব্যাকস্লাইডিং’ ধারায় বিদ্যমান সাশ্রয়ী মানদণ্ড দুর্বল করে ফেলবে।

দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়, পরিবেশ ও ভোক্তা অধিকার সংস্থাগুলো ইতোমধ্যেই এই উদ্যোগের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তাদের মতে, মার্কিন জ্বালানি বিভাগ (ডিওই)-এর এই পদক্ষেপ ফেডারেল আইন লঙ্ঘন করছে। ডিওই-এর পক্ষ থেকে এখনো এই পরিবর্তনের সম্ভাব্য প্রভাব নিয়ে কোনো মন্তব্য আসেনি।