বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতলো আরব আমিরাত

SHARE

সিরিজটিতে প্রথমে দুটি ম্যাচ হওয়ার কথা ছিলো, পরে ম্যাচসংখ্যা একটি বাড়ে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭ রানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে বহু নাটকীয়তার পর স্বাগতিক দল ২ উইকেট জিতে যায়। টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে এটা তাদের দ্বিতীয় সিরিজ জয়, প্রথমটি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৬৩ রানের লক্ষ্য দিয়ে ১৪ রানে আরব আমিরাতের উদ্বোধনী জুটি ভেঙেছিলো বাংলাদেশ। শরিফুল ইসলাম তুলে নেন সফরকারীদের সেরা ব্যাটার মুহাম্মদ ওয়াসিমের উইকেট। ৬ বলে ৯ রান করে ফেরেন দলপতি। মুহাম্মদ জোহাইব ব্যক্তিগত ২৯ ও রাহুল চোপড়া ১৩ রান করে মাঠ ছাড়েন। ততক্ষণে ১০ ওভারে ৭৯ রান করে ফেলে তারা।

এরপর আলিশান শারাফু ও আসিফ খানের ব্যাটে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ৫ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া শারাফু ৪৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬৮ রান অপরাজিত থাকেন। আসিফ খান ২৬ বলে ৫ ছয়ে করেন ৪১।

এর আগে ব্যাটিং বিপর্যয়ের পরও হাসান মাহমুদের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ১৮ বলে ৪০ রানের ইনিংস সত্ত্বেও পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা দলটি ৮৪ রানে পৌঁছতে হারায় আরও ৪ উইকেট।

জাকের আলী শেষদিকে লড়াইয়ের চেষ্টা করেন। ৪১ রানের ইনিংসে দলকে ১২৮ রানে রেখে আউট হন তিনি। এরপর শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের দারুণ ক্যামিওতে বাংলাদেশ ১৬২ করতে সক্ষম হয়। আরব আমিরাতের হয়ে হায়দার আলী নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান মতিউল্লাহ খান ও সাঘির খান।