মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মানুষ পাঠানোর সঙ্গে জড়িত ভারতীয় ট্রাভেল এজেন্সিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (১৯ মে) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা জেনেশুনে অবৈধ অভিবাসনে সহায়তা করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন ২০২৪ সালের শুরুতে তিনটি সামরিক বিমানে ৩০০-এর বেশি ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়। পানামা থেকেও প্রায় ৫০ জন ভারতীয়কে ফেরত আনা হয়েছে।
তাদের বেশির ভাগই পাঞ্জাব ও গুজরাটের বাসিন্দা এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেছিলেন। এই চক্রে যাত্রীরা ৩০ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত দিয়ে নানা দেশ ঘুরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করেন। যেমন : ভারত-দুবাই-ব্রাজিল-পানামা-মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, যারা অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িত, সেব ব্যক্তিকে তারা জবাবদিহির আওতায় আনতে চায়।
তবে ঠিক কতজন ব্যক্তি বা সংস্থা এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় এসেছেন, তা জানানো হয়নি। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অবৈধ অভিবাসনের বিপক্ষে এবং যেসব ভারতীয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আছেন, তাদের দেশে ফেরাতে প্রস্তুত।
এদিকে কিছু অভিবাসন বিশেষজ্ঞ মনে করছেন, এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন কঠিন হতে পারে, কারণ অনেক ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে এই অবৈধ কার্যক্রম চালানো হয়। ভবিষ্যতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা ব্যর্থ করার লক্ষ্যে এ কার্যক্রম চালানো হচ্ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন