মৌসুম শেষেই প্রিয় ক্লাব বেনফিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন আনহেল ডি মারিয়া। তবে বিদায়টা আনন্দ অশ্রুর সঙ্গে নিতে চান আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড। তাই আগামী ২৫ মে পর্তুগিজ কাপ জিতেই বীরের বেশে শেষটা করতে চান তিনি।
সামাজিক মাধ্যমে পর্তুগিজ ক্লাব ছাড়ার ঘোষণায় এমনটাই জানিয়েছেন ডি মারিয়া।
গতকাল পর্তুগিজ লিগে ব্রাগার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছেন বলেও জানিয়েছেন তিনি। আর্জেন্টিনার হয়ে কোপা ও বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লিখেছেন, ‘বেনফিকার জার্সিতে এটাই আমার শেষ লিগ ম্যাচ। জার্সিটি আরেকবার গায়ে জড়াতে পেরে আমি গর্বিত। আগামী রবিবার আরেকটি ফাইনাল রয়েছে।
আমরা শিরোপা জিততেই সেখানে বিশ্বাস এবং উদ্দীপনা নিয়ে খেলতে নামব। সব সময় একসঙ্গে ছিলাম। আমাকে সমর্থন দেওয়ার জন্য বেনফিকার সমর্থকদের ধন্যবাদ।’
আগামী ২৫ মে পর্তুগিজ কাপ ফাইনালে বেনফিকার প্রতিপক্ষ স্পোর্তিং লিসবন।
লিসবনের কাছেই ২ পয়েন্টে পিছিয়ে থেকে লিগ শিরোপা হাতছাড়া করেছে ডি মারিয়ার দল। বেনফিকার ৮০ পয়েন্টের বিপরীতে ৮২ পয়েন্টে শিরোপা উল্লাস করেছেন লিসবন। লিগ জিততে না পারায় কষ্ট পেয়েছেন তিনি। লিখেছেন, ‘চ্যাম্পিয়নশিপে যে রকম ফল চেয়েছিলাম তা ছিল না। লক্ষ্যে অর্জনে আমরা কঠোর পরি¤্রম করেছিলাম।
এভাবে বছরটা শেষ হওয়া কষ্টের।’
২০০৭ সালে বেনফিকাকে যোগ দেন ডি মারিয়া। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজির মতো বড় ক্লাব শেষে গত ২০২৩ সালে আবারও পর্তুগিজ ক্লাবে যোগ দেন তিনি। দুই মেয়াদে ২১১ ম্যাচ খেলেছেন তিনি। ৪৭ গোলের বিপরীতে ৫৩টি সহায়তা করেছেন।
বেনফিকার সঙ্গে আগামী ৩০ জুন পর্যন্ত চুক্তি রয়েছে ডি মারিয়ার। সেই হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। তবে খেলবেন কি না তা নিশ্চিত করেননি সর্বশেষ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর অবসর নেওয়া ডি মারিয়া।