কয়েক দিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের অবসরের পর এবার শোনা যাচ্ছে দীর্ঘ সংস্করণের জার্সিটা তুলে রাখছেন বিরাট কোহলিও। ইতিমধ্যে নিজের ইচ্ছার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন বলেও নিশ্চিত করে বিসিসিআইয়ের এক সূত্র।
তবে বিসিসিআই এখনই কোহলিকে ছাড়তে চায় না বলে জানা গেছে।
ইংল্যান্ড সফরের পরে যেন সিদ্ধান্তটা নেন সে জন্য তাকে অনুরোধ করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিসিসিআইয়ের সেই সূত্র জানিয়েছেন। ফিরতি মত অবশ্য এখনো জানাননি ভারতীয় কিংবদন্তি।
কোহলির এমন সংবাদ শুনে মন খারাপ হয়েছে ব্রায়ান লারার। তাই ‘রান মেশিন’ খ্যাত ভারতীয় ব্যাটারের ফিরতি সিদ্ধান্ত জানানোর আগেই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটে এখনো প্রয়োজন বিরাট কোহলিকে।
তাকে অবসর না নেওয়ার জন্য বোঝানো হবে।’
নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এমনটিই জানিয়েছেন লারা। ক্যারিয়ারের বাকি সময়েও ভালো করবে বলে আশাবাদী সাবেক বাঁহাতি ব্যাটার, ‘টেস্ট ক্রিকেটে প্রয়োজন বিরাটকে। তাকে বোঝানো হবে।
সে যেন এখনই টেস্ট থেকে অবসর না নেয়। টেস্ট ক্যারিয়ারে বাকি অংশে সে গড়ে ৬০ এর বেশি রান করবে।’
সর্বোচ্চ ৫০৫ রান করে আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও সম্প্রতি ক্রিকেটের আদি সংস্করণে ছন্দে নেই কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের হেরে যাওয়া সিরিজে যেমন ৯ ইনিংস ব্যাট করে রান করতে পেরেছেন মোটে ১৯০। এর মধ্যে একটা সেঞ্চুরি আছে তার।
এ ছাড়া ক্যারিয়ারেরও গোধূলিলগ্নে এসে দাঁড়িয়েছেন। তাই হয়তো ৩৬ বছর বয়সী ব্যাটার পারফরম্যান্স আরো খারাপ হওয়ার আগেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখার বিষয় ক্রিকেটের ‘বরপুত্র’ লারা ও বিসিসিআইয়ের আহ্বানে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন কি না।