সীমান্ত উত্তেজনায় মাত্র দুই দিনে ভারতীয় শেয়ারবাজারে ৮৩ বিলিয়ন ডলারের ক্ষতি

SHARE

রত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সময়ে সামরিক সংঘর্ষ ও পারস্পরিক হামলার ফলে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারে। মাত্র দুই কার্যদিবসের ব্যবধানে (৮ ও ৯ মে) ভারতীয় পুঁজিবাজার থেকে মুছে গেছে প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ।

৮ মে, ২০২৫ তারিখে BSE সেনসেক্স সূচক ১,৮০৫.২ পয়েন্ট বা ২.২৭ শতাংশ পতন হয়ে নেমে আসে ৭৭,৬৯০.৯৫ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এই পতনের ফলে শেয়ারবাজারের বাজারমূলধন থেকে অন্তত ₹১৩ লাখ কোটি রুপি হ্রাস পেয়েছে, যা ডলারে পরিণত করলে দাঁড়ায় প্রায় ৮৩ বিলিয়ন মার্কিন ডলার।

ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সীমান্তে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর পর পাকিস্তান পাল্টা সামরিক হামলা শুরু করে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে শেয়ারবাজারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়।

সীমান্ত উত্তেজনার জেরে ভারতীয় রুপির দামও বড় ধাক্কা খেয়েছে। ৮ মে তারিখে রুপি একদিনে ১ শতাংশ কমে দাঁড়ায় প্রতি ডলারে ₹৮৫.৭১, যা পরে আরও কমে গিয়ে ₹৮৫.৮৪-তে পৌঁছায়। এই পতন গত দুই বছরের মধ্যে সবচেয়ে বড় একদিনের দরপতন হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া, সরকারি বন্ডের সুদের হার বা ইয়েল্ডও বেড়ে গেছে, যা বিনিয়োগকারীদের আরও নিরাপদ সম্পদে ঝুঁকতে বাধ্য করছে, যেমন স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা।

সূত্র: Reuters