ইকুয়েডরে সশস্ত্র সংঘর্ষে ১১ সেনা নিহত

SHARE

ইকুয়েডরে ১১জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাজন অঞ্চলে একটি অপরাধী গোষ্ঠীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে ১১ ওনর নিহত এবং একজন আহত হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আল্টো পুনিনো এলাকায় অবৈধ খনির লক্ষ্য করে অভিযান চালানোর সময় সেনাদের ওপর আক্রমণ করা হয়। সামরিক গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, কমান্ডোস দে লা ফ্রন্টেরা বা ‘বর্ডার কমান্ড’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই আক্রমণ চালিয়েছে।
এই হামলায় বিস্ফোরক, গ্রেনেড এবং রাইফেল ব্যবহার করা হয়েছিল।

ইকুয়েডরের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘১১ সেনা নিহত এবং একজন আহত হয়েছে। অভিযানে কয়েক ডজন সামরিক কর্মী জড়িত ছিলেন এবং বিস্ফোরক, গ্রেনেড এবং আগ্নেয়াস্ত্র দিয়ে অ্যাম্বুশ চালানো হয়েছিল।’

প্রসিকিউটরের কার্যালয় আগে আটজন নিহতের সংখ্যা জানিয়েছিল।
কলম্বিয়া এবং ইকুয়েডরের সীমান্তবর্তী অঞ্চলে কমান্ডোস দে লা ফ্রন্টেরা বা ‘বর্ডার কমান্ড’ গোষ্ঠী মাদক পাচারের সঙ্গে জড়িত।

প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে , হামলার স্থানে মৃতদেহ উদ্ধার এবং প্রমাণ সংগ্রহের কাজ শুরু হয়েছে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলেছে, ‘দায়ীদের আইনের সামনে বিচার না করা এবং এই অপরাধের জন্য জবাবদিহি না করা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’

সূত্র : রয়টার্স