দীর্ঘ পাঁচ বছর পর আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। অল রেডদের চ্যাম্পিয়ন হওয়াতে গুরুত্বপূর্ণ অবদান মোহাম্মদ সালাহর। পুরো মৌসুম জুড়ে অনবদ্য পারফরম্যান্স তার।
সেই পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন সালাহ।
২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা হয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। তৃতীয়বারের মতো ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডবিøউএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন তিনি। তার মতো সমান তিনবার এই পুরস্কার জিতেছেন ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি থিয়েরে অঁরি।
এবারের মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহ।
এখন পর্যন্ত ২৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাই নন, ১৮ গোলে সহায়তা করে সর্বোচ্চ অ্যাসিস্টকারিও। তার এমন পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়া গেছে ভোটেও। এফডবিøউএ জানিয়েছে, নয় শর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোট একাই পেয়েছেন সালাহ। এই পুরস্কারের তালিকায় তার প্রতিদ্ব›দ্বীরা ছিলেন ক্লাব সতীর্থ ভার্জিল ফন ডাইক, নিউক্যাসলের আলেক্সন্ডার ইসাক ও আর্সেনালের ডেকলাইন রাইস।
অন্যদিকে মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন আর্সেনালের স্ট্রাইকার অ্যালেসিয়া রুসো। আগামী ২২ মে লন্ডনে পুরস্কার হাতে পাবেন দুই বিজয়ী।