প্রিমিয়ার লিগে ব্যর্থ ম্যানইউ-টটেনহ্যামই ইউরোপা লিগের ফাইনালে

SHARE

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নাজুক অবস্থা। ম্যানচেস্টার ইউনাইটেড ১৫তম আর টটেনহ্যাম হটস্পার ১৬তম অবস্থানে। ইপিএলে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া এই দলই কিনা নাম লেখালো ইউরোপ লিগের ফাইনালে!

বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের জয়ে তারা নাম লিখিয়েছে ফাইনালে।

অথচ ম্যাচে সমান তালেই লড়েছিল বিলবাও। ৩১ মিনিটে মিকেল জুয়ারেজিগারের গোলে এগিয়ে গিয়েছিল তারাই। ৭১ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখে সফরকারীরা। এরপর কেবলই ম্যানইউর গল্প।

৭২ মিনিটে মেসন মাউন্ট সমতা ফেরানোর সাত মিনিটের মাথায় ২-১ করেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। ৮৫ মিনিটে রাসমুস হজল্যান্ড এবং ইনজুরি টাইমে (৯১ মিনিটে) মাউন্ট নিজের দ্বিতীয় গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এদিকে বোডো/গ্লিমটের মাঠে খেলতে গিয়ে ৬ মিনিটের ব্যবধানে ২-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে টটেনহ্যাম। ৬৩ মিনিটে ডোমিনিক সোলাঙ্কি এবং ৬৯ মিনিটে পেদ্রো পোরো গোল করে জয় নিশ্চিত করেন। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে উঠেছে টটেনহ্যাম।

২১ মে রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগের ফাইনালে দেখা যাবে ‘ইংলিশ ডার্বি’।