ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

SHARE

ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাজ্যের উত্তরকাশির গঙ্গনানি অঞ্চলে বৃহস্পতিবার (৮ মে) দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী এবং পাইলটসহ মোট সাতজন ছিলেন।

অঞ্চলটির বিপর্যয় ব্যবস্থাপনা কর্মকর্তা শারদুল সিং পিটিআই-কে জানিয়েছেন, এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরই প্রশাসন এবং জরুরি পরিষেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

গাড়োয়াল বিভাগের বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং চিকিৎসা সহায়তা সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

তিনি বলেন, ‘আমি প্রশাসনকে আহতদের যথাসম্ভব সাহায্য করার নির্দেশ দিয়েছি এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তেরও নির্দেশ দিয়েছি।’

দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।