২ সপ্তাহের জন্য ভিসা পরিষেবা বন্ধ রাখছে দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাস

SHARE

আবুধাবিতে মার্কিন দূতাবাস এবং দুবাইয়ে মার্কিন কনস্যুলেট জেনারেল আগামী ১৫ মে থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত ভিসা অ্যাপয়েন্টমেন্ট ও ফি প্রদানের সেবা সাময়িকভাবে স্থগিত রাখবে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমানে একটি নতুন ভিসা সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এই প্রক্রিয়া ৩০ মে ২০২৫ থেকে কার্যকর হবে। এই পরিবর্তনের পর আবেদনকারীরা নতুন ঠিকাদারের মাধ্যমে ভিসা সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন তথ্য গ্রহণ, ফি প্রদান, সাক্ষাৎকার নির্ধারণ বা পুনঃনির্ধারণ এবং ডকুমেন্ট ডেলিভারির জন্য রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন।

গুরুত্বপূর্ণ তথ্য ও নির্দেশনা:

চলমান অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ১৫ মে থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট এবং ফি গ্রহণ করা বন্ধ করবে। ১৫ মে থেকে ২৯ মে পর্যন্ত কেউ নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে বা ফি প্রদান করতে পারবে না। যেসব নন-ইমিগ্রান্ট ও ইমিগ্রান্ট ভিসা সাক্ষাৎকার ১৯ মে’র আগেই নির্ধারিত হয়েছে, সেগুলো এই পরিবর্তনের প্রভাবের বাইরে থাকবে। এ ছাড়া নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে আবেদনকারীদের অনুরোধ জানানো হয়েছে।

যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত আছে, তাদের কোনো বাড়তি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকলেই হবে।

এ ছাড়া যারা ফি দিয়েছে কিন্তু সাক্ষাৎকারের সময় নির্ধারণ করেননি তাদের ১৯ মে’র আগেই বর্তমান সিস্টেম (https://ais.usvisa-info.com/) ব্যবহার করে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে অনুরোধ করা হয়েছে।

যারা এখনো আবেদন প্রক্রিয়া শুরু করেননি তাদের যত দ্রুত সম্ভব ফি প্রদান ও অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ১৫ মে’র পর থেকে সিস্টেম নতুন ফি গ্রহণ করবে না।
যাদের ডকুমেন্ট পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে তাদের ২৪ মে’র আগেই অনুমোদিত স্থানে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। কারণ এর পরে এসব স্থান ডকুমেন্ট গ্রহণ করবে না।

জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য:

১৫ মে থেকে ৩০ মে’র মধ্যে জরুরি পরিস্থিতিতে (যেমন পারিবারিক জরুরি অবস্থা, চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ, জরুরি ব্যবসা বা শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর সময়) অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হলে তাদের ইমেইল পাঠোনোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : খালিজ টাইমস