এ টি এম আজহারকে ২ ও ৩ নম্বর চার্জ থেকে খালাস

SHARE

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়।

শুনানি শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ যাচাই করে এ টি এম আজহারকে ২ ও ৩ নম্বর চার্জ থেকে বেকসুর খালাস দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ টি এম আজহারের আইনজীবী শিশির মনির।

তিনি জানান, এ টি এম আজহারকে ২ ও ৩ নম্বর চার্জ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাক্ষ্য মিথ্যা প্রমাণিত হয়েছে।