মেট গালায় শাহরুখের অভিষেক, স্টাইল আর ফ্যাশনে ছড়ালেন মুগ্ধতা

SHARE

তখন সে দেশে মাঝরাত। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ রাজার মতো এন্ট্রি নিলেন বলিউড বাদশা। ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় স্টেটমেন্ট নেক পিসেস। ৫৯ বছর বয়সী এই অভিনেতার দিক থেকে তখন চোখ সরানো অসম্ভব।
ইতিহাস গড়ে প্রথমবারের মতো মেট গালায় হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খান।

মেট গালায় এই প্রথম কোন ভারতীয় পুরুষ অভিনেতা অংশ নিলেন। সেই অর্থে ইতিহাস গড়লেন কিং খান। এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’।
আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’ লকেট আর একগুচ্ছ জুয়েলড চেইন। হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে লাঠি।
বলতে গেলে শাহরুখের স্টাইল আর গ্ল্যামারে আলোকিত হয়ে উঠেছিল পুরো গালা।

মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘এটা একটু র‍্যাপারদের মতো।’ সেই সঙ্গে কিং খান জানালেন, ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়। তিনি জানান, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, তিনি জিন্স আর টি-শার্টের লোক।
এমনকি কৈশোরে তার প্রথম কেনা পোশাকও ছিল পাঁচ পকেটের একটি ডেনিম।

মেট গালায় ইতিহাস গড়লেও ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছেন না শাহরুখ। বাদশা বলেন, ‘আমি ইতিহাস নিয়ে কিছু বলব না, তবে সত্যিই খুব নার্ভাস এবং উত্তেজিত। সাব্যসাচী আমাকে রাজি করিয়েছেন এখানে আসার জন্য। আমি খুব একটা রেড কার্পেটে যাই না, একটু লাজুক প্রকৃতির মানুষ তো।’

শাহরুখের পাশাপাশি এদিন আরও কয়েকজন ভারতীয় তারকা অংশ নেন মেট গালায়। যার মধ্যে রয়েছেন কিয়ারা আদভানি ও গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। এছাড়াও, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসও রেড কার্পেটে হাঁটেন এদিন।