নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথমে ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের দাপটে ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেট ও ২২.৪ ওভার হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।
সিলেটে টস জিতে ব্যাট করতে নামা সফরকারীরা ৫ রানেই প্রথম উইকেট হারানোর পর ৭ ওভারেই হারান টপ চার ব্যাটসম্যানকে।
তাদের কেউই রানের খাতা খুলতে পারেননি। খালেদ আহমেদ শরিফুল ইসলাম মিলে ৪ উইকেট শিকার করেন। পেসাররা টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর বাকি কাজটা করেন তানভীর ইসলাম। এ পর্যায়ে ৮৫ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডকে ১৪৭ রান পর্যন্ত নিয়ে যান রাইউস মারিউ (৫১ বলে ৪২) ও ডিন ফক্সক্রপট (৬৪ বলে ৭২)।
তাদের ইনিংসে ভর করে ৩৪.৩ ওভারে অলআউট হওয়ার আগে করেন নিউজিল্যান্ড তুলে ১৪৭ রান।
শরিফুল দুটি ও খালেদ তিনটি উইকেট নেন। তিন উইকেট পান তানভীরও। এবাদতের শিকার দুই উইকেট।
১৪৮ রান তাড়া করতে নেমে চার ওভারে ৩০ রান তোলার পর ওপেনার নাঈম শেখের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২০ বলে ৩ চারে ১৮ রান করে তিনি আউট হন। ১২ বলের ছয়টিতেই বাউন্ডারি হাঁকানো পারভেজ হোসেনও থেমে যান ২৪ রানে। রান তাড়াটা বাংলাদেশের জন্য আর তেমন কঠিন হতে দেয়নি এনামুল হকের সঙ্গে মাহিদুল ইসলামের জুটিতে। ৫৫ রানের এই জুটিতে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ।
ভালো শুরুর পরও এনামুল অবশ্য ক্যাচ দিয়ে আউট হয়ে যান ৪৫ বলে ৩৮ রান করে। তবে ৬১ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মাহিদুল।
১৪৮ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করেও প্রথম ধাক্কা খায় বাংলাদেশ চতুর্থ ওভারে, যখন ওপেনার নাঈম শেখ ২০ বলে ৩ চারসহ ১৮ রান করে আউট হন। এরপর ঝোড়ো ব্যাটিংয়ে পারভেজ হোসেন ১২ বলে ২৪ রান করে থেমে যান।
তবে রান তাড়াটা সহজ করে দেয় এনামুল হক ও মাহিদুল ইসলামের দায়িত্বশীল জুটি। দুজনের ৫৫ রানের জুটিতে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের একেবারে কাছাকাছি। ৪৫ বলে ৩৮ রান করে এনামুল ক্যাচ তুলে দিয়ে ফিরে গেলেও মাহিদুল ছিলেন শেষ পর্যন্ত। ৬১ বলে ৪২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।