ওটিটিতে মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত সিনেমা ‘কোস্টাও’। আপাতত এর প্রচারেই ব্যস্ত রয়েছেন অভিনেতা। সেই ছবির প্রচারের মাঝেই বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কটাক্ষ করেছেন নওয়াজউদ্দিন।
তার কথায়, আমাদের ইন্ডাস্ট্রি শুরু থেকেই চোর।
আমরা গান চুরি করেছি, গল্প চুরি করেছি। এবার চোর কীভাবে সৃজনশীল হতে পারে? আমরা কখনও দক্ষিণ থেকে, কখনও এখান-সেখান থেকে চুরি করে চলেছি। এমনকি হিট হওয়া অনেক কাল্ট ছবির দৃশ্যও চুরি হয়ে গেছে। এটাকেই এখন স্বাভাবিক নেওয়া হচ্ছে।
ভাব খানা এমন যে চুরি করছি তো কী হলো? এই ইন্ডাস্ট্রি থেকে আপনি আর কীইবা আশা করতে পারেন? এখান থেকে কী ধরনের অভিনেতা উঠে আসবেন? যারা আসবেন, তারাও সেই একই ধরনের হবেন। সেই কারণেই অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা ও পরিচালকরা ভাল কাজ করা ছেড়ে দিচ্ছেন।
কথা বলেছেন বলিউডে নিরাপত্তাহীনতা নিয়েও। নওয়াজ বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে একই জিনিস পাঁচ বছর ধরে ঘটে চলেছে।
এভাবেই এক সময়ে, যখন দর্শকরা বিরক্ত হয়ে যান, তখন তারা এটা ছেড়ে বের হয়ে যান। আসলে এখন নিরাপত্তাহীনতা অনেক বেড়ে গেছে। ওরা (নির্মাতারা) যদি মনে করেন কোনও ফর্মুলা চলছে, তাহলে ভাবেই এটাই চালান। ওটাই ঘষতে থাকেন। আর সবথেকে প্যাথেটিক হয়ে ওঠে যখন সেই জিনিসের ২,৩,৪ সিক্যুয়াল হতে শুরু করে।
ঠিক আর্থিক দেউলিয়া হওয়ার মতো এখানে এখন সৃজনশীলতার দেউলিয়া তৈরি হয়েছে। সৃজনশীলতার দিক থেকে আমরা এখন দরিদ্র। আসলে আমরা শুরু থেকেই চুরি করে আসছি, কখনও গান চুরি করছি, তো কখনও গল্প চুরি।
প্রসঙ্গত, ‘কোস্টাও’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে একজন কাস্টমস অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে, যিনি সোনা চোরাচালান অভিযানে সর্বস্ব হারিয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন সেজল শাহ। ছবিতে আরও অভিনয় করেছেন প্রিয়া বাপত, কিশোর, হুসেন দালাল। ছবিটি পাওয়া যাচ্ছে জি ফাইভে।