কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন : সিইসি

SHARE

কোনো রাজনৈতিক বিতর্কে নির্বাচন কমিশন জড়াবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন রাজনৈতিক কোনো বিতর্কে জড়াবে না।
যেকোনো সিদ্ধান্ত কমিশনের সব সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।

ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সিইসি আরো বলেন, গত ১৫ বছরে যে নির্বাচন হয়েছে, আগে আইনের প্রয়োগ ছিল না। এই নির্বাচনে সবার জন্য সমানভাবে আইনের প্রয়োগ হবে। নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছেন, সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে।

তিনি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি।
সম্পূর্ণ নিরপেক্ষভাবে তারা আইন-কানুন মেনে নির্বাচন পরিচালনা করবেন।