বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন সামিত, অপেক্ষা ফিফার অনুমোদনের

SHARE

হামজার পর এবার বাংলাদেশের ফুটবলে আসতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূৎ কানাডিয়ান ফুটবলার সামিত সোম। কানাডার অনাপত্তিপত্র পাওয়ার পর ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্টও। এখন বাংলাদেশের জার্সিতে দেখতে শুধু অপেক্ষা ফিফার অনুমোদনের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সহসভাপতি ফাহাদ করিম দেশের একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছে সামিত। এখন ফিফার অনুমোদনের আবেদন করব। ফিফার অনুমোদন পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোন বাধা থাকবে না।’

বাবা-মা দুইজনই বাংলাদেশি হলেও সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।
দেশটির হয়ে ২০২০ সালে দুটি আন্তর্জাতিক ম্যাচেও অংশ গ্রহণ করেছিলেন তিনি। বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব ক্যভালরি এফসিতে খেলছেন সামিত।

বাফুফের ইচ্ছা, আগামী ১০ জুন বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবেন সামিত।

সবকিছু ঠিক থাকলে, বিদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া ও তারিক কাজীর মতো জাতীয় দলের হয়ে আরেক তারকা ফুটবলার পেতে যাচ্ছে দেশের ফুটবল ভক্তরা।