গাজীপুরে ট্রেনে কাটা পড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

SHARE

train13গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের পারিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. দাদন মিয়া জানান, বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, “মঙ্গলবার রাতের কোনো এক সময় কালিয়াকৈর উপজেলার মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের পাশে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী  এক ব্যক্তির মৃত্যু হয়। তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে; পরনে ছিল লুঙ্গি আর হাফ গেঞ্জি।”
অন্য ঘটনাটি ঘটে বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায়।

সহকারী উপপরিদর্শক মো. দাদন মিয়া জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেনে কাটা পড়েন।  তবে ঠিক কখন কোন ট্রেনে এ দুই দুর্ঘটনা ঘটে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।