৫ আগস্টেই দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। সেখানে জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে।
এরপরও আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, এ আলোচনা আসতে পারে না।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা যখন বলি, জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে। তখন উপায় হচ্ছে, একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে।
তা ৫ই আগস্টে হয়েছে।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর আওয়ামী রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কী হবে, কোন প্রক্রিয়ায় তাদের রাজনীতি থেকে বের করব, এখন এটা সময়ের দাবি।
এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল অতি দ্রুত করা উচিত।
সেই সঙ্গে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মাধ্যমে আমরা তাদের বিষয়ে একটি চূড়ান্ত ফয়সালা পাবো।
তিনি আরো বলেন, যে আলোচনা নিয়ে রাজনীতি সামনেএগোচ্ছে, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এর কোনোটিই একে অন্যের বিরোধী নয়। বরং এ তিনটির মাধ্যমেই গণতান্ত্রিক রূপান্তর হওয়া সম্ভব।