যে কারণে ছবির স্ক্রিপ্ট শুনেই করণকে ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ

SHARE

সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট অর্থাৎ ওয়েভস ২০২৫-এ অংশ নিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানেই তিনি নানান বিষয়ে কথা বলেছেন। নারীদের সম্মান করা থেকে শুরু করে আজকের প্রজন্মের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব সব কিছু নিয়েই কথা বলেছেন শাহরুখ।

এ সময় কাছের বন্ধু করণ জোহরকে নিয়েও কথা বলেন তিনি।
জানান, কয়েক বছর আগে করণ তার সঙ্গে একটা ছবির জন্য যোগাযোগ করেছিলেন, তবে তিনি সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু কেন করণকে প্রত্যাখ্যান করেছিলেন, সেকথাও জানিয়েছেন শাহরুখ।

নিজেদের ক্যারিয়ারের শুরু খেকেই খুব ভালো বন্ধু শাহরুখ খান ও করণ জোহর। করণের বহু ছবিতে কাজ করেছেন শাহরুখ।
দুজনে মিলে দর্শকদের বহু ব্লকবাস্টার ছবিও দিয়েছেন। তবে কয়েক বছর আগে করণ জোহর তার কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন। শাহরুখ খান সেই ছবি প্রত্যাখ্যান করেন।

কিন্তু বন্ধু করণকে কেন ফিরিয়েছিলেন সেকথা জানিয়ে শাহরুখ খান বলেন, ‘কয়েক বছর আগে, কেজো (করণ জোহর) আমার কাছে একটি ছবির স্ক্রিপ্ট (চিত্রনাট্য) নিয়ে এসেছিল।
যেখানে গোটা ছবিতে আমাকে স্কার্ট পরতে হতো। সেটা শুনেই আমি পিছিয়ে যাই।’

শাহরুখ খান বলেন, ‘আমি ভেবেছিলাম স্কার্ট পরে আমি কোনো সিনেমাতে অভিনয় করতে পারব না। ওকে বলি, আরে ইয়ার আমার এত খারাপ দিনও হয়নি যে স্কার্ট পরে আমায় অভিনয় করতে হবে। আসলে ছবিটিতে পুরনো দিনের কথা উঠে আসত, যখন পুরুষরা স্কার্ট পরতেন।
পুরুষরা স্কার্ট পরতেন ঠিকই, তবে আমার মতো পুরুষ নয়।’

শাহরুখের কথায় সাফাই দিয়ে করণ তখন বলেন, ‘আরে তোমাকে তো নয়, তোমার চরিত্রটা ছবিতে স্কার্ট পরবে।’

উত্তরে ফের বাদশা বলেন, ‘ওই চরিত্রের জন্য তুমি নিজেই স্কার্ট পরে নিজের মতো করে অভিনয় করে নাও, সেটা বরং ভালো হবে। আমি প্যান্টেই ঠিক আছি।’

এদিনের অনুষ্ঠানে শাহরুখ খান ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলে আসা ইনসাইডার আর আউটসাইডারের বিতর্ক নিয়েও নিজের মতামত দিয়েছেন। শাহরুখ খান বলেন, ‘যে কোনো বিশ্বে নিজের জায়গা তৈরি করে নেওয়াটা খুব জরুরি। আপনি যদি নিজের জন্য হতাশ হতে থাকেন তাহলে আপনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে পারবেন না।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।