বিতর্ক ও মিডিয়া ঝড়ের জন্য ভারতকে দুষলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

SHARE

পাকিস্তান আগ বাড়িয়ে প্রথমে কোনো উত্তেজনা সৃষ্টি করবে না তবে কোনো ধরনের উসকানি দেওয়া হলে এর শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে বলে মন্তব্য করেছেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিনি বলেন, ‘পেহেলগাম হামলার পর ভারতের সৃষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উত্তেজনাপূর্ণ পরিবেশ গোটা অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। জানিয়েছেন, তার সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান প্রথমে কোনো উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ নেবে না।
তবে, যদি ভারতীয় পক্ষ উত্তেজনামূলক পদক্ষেপ নেয়, তবে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিহত করবে পাকিস্তান।’