থাইল্যান্ডের জঙ্গলে আরো কবরের সন্ধান

SHARE

trolar mথাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের গভীর জঙ্গলে আরো একটি শিবিরে পাঁচটি কবরের সন্ধান পেয়েছেন দেশটির তদন্ত কর্মকর্তারা। কবরগুলোতে বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসীদের দেহাবশেষ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়।

থাইল্যান্ডের জাতীয় পুলিশের মুখপাত্র প্রাউত থাবর্নসিরি সাংবাদিকদের বলেন, “আমরা গতকাল সন্ধ্যায় দ্বিতীয় শিবিরের খোঁজ পাই।”

থাই পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, নতুন খোঁজ পাওয়া শিবিরটি প্রথম শিবিরের কাছেই অবস্থিত। সেখানে পাঁচটি কবর পাওয়া গেছে। কবরে কোনো দেহাবশেষ আছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি মালয়েশিয়ার সীমান্তবর্তী শংখলা প্রদেশের সাদাও এলাকার গভীর জঙ্গলে এ রকম একটি শিবিরের গণকবর থেকে বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসী ২৬ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। তাদের মধ্যে অন্তত ১০ জন বাংলাদেশী নাগরিক ছিলেন বলে জানিয়েছেন সেখান থেকে জীবিত উদ্ধার হওয়া এক বাংলাদেশী।

মানব পাচার রোধে ব্যর্থতার জন্য আন্তর্জাতিক মহলের সমালোচনার মুখে সম্প্রতি থাই সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে।