বক্স অফিসে বাজিমাত করল ‘আ মাইনক্রাফট মুভি’

SHARE

জনপ্রিয় ভিডিও গেম ‘মাইনক্রাফট’ অবলম্বনে ‘আ মাইনক্রাফট মুভি’ মুক্তি পেয়েছে ৪ এপ্রিল। এরপর থেকে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ছবিটি। এরই মধ্যে আয় ছাড়িয়ে গেছে ৮১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, এ বছরের সর্বোচ্চ আয়কৃত হলিউড ছবি এটি।
মুক্তির চতুর্থ সপ্তাহান্তে এটি আয় করেছে ছয় কোটি পাঁচ লাখ ডলার। এর মধ্যে আমেরিকার বাইরের আয় ৪৩ কোটি ৬৬ লাখ ডলার।

ছবিটির গল্পে দেখা যায়, চারজন সাধারণ ব্যক্তি—গ্যারেট ‘দ্য গার্বেজ ম্যান’ গ্যারিসন (জেসন মোমোয়া), হেনরি, নাটালি এবং ডন—হঠাৎ করে একটি রহস্যময় পোর্টালের মাধ্যমে ওভারওয়ার্ল্ড নামক এক কল্পনাপ্রবণ জগতে প্রবেশ করেন। এই নতুন জগতে টিকে থাকতে এবং ঘরে ফিরে যেতে, তাদেরকে স্থানীয় বিশেষজ্ঞ কারিগর স্টিভ (জ্যাক ব্ল্যাক) এর সহায়তায় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।

জ্যারেড হেসের এ ছবিতে আছেন জ্যাসন মমোয়া, জ্যাক ব্ল্যাক, ড্যানিয়েল ব্রুকস, এমা মায়েরস প্রমুখ।