মনিকার প্রেমে মজেছেন স্পাইডার-ম্যান

SHARE

অভিনেত্রী মনিকা বারবারোর সঙ্গে প্রেম করছেন অ্যান্ড্রু গারফিল্ড, এমন গুঞ্জন অনেক দিনের। কিন্তু জুতসই প্রমাণ মিলছিল না। এবার টেনিসের বিখ্যাত আয়োজন উইম্বলডনে হাজির হয়েই যেন প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা। একসঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল দুজনকে।

রবিবার লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকোয়েট ক্লাবের মাঠে উপস্থিত হয়েছিলেন পর্দার স্পাইডার-ম্যান এবং তাঁর প্রেমিকা মনিকা। এ সময় দুজনের পরনেই ছিল সাদা রঙের পোশাক। অনুসারীদের বুঝতে বাকি নেই, পোশাকের সঙ্গে মনের মিলও করে নিয়েছেন তাঁরা। বসে বসে কেবল খেলা দেখে উচ্ছ্বাসই প্রকাশ করেননি দুজন, এক ফাঁকে মনিকার গালে একটি চুমুও এঁকে দেন গারফিল্ড।

চলতি বছরের প্রথম দিকে লন্ডন থিয়েটারে একসঙ্গে দেখা গিয়েছিল গারফিল্ড-মনিকাকে। তখন থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন চলমান। এর মধ্যে পিপল ম্যাগাজিনের এক প্রতিবেদনে বিষয়টিকে নিশ্চিত করা হয়েছিল। তবে গুঞ্জন এড়াতে তাঁরা গোপনীয়তা রক্ষা করে চলছিলেন।
এবার আর রাখঢাক না করে খেলার মাঠে এসে উপস্থিত হলেন।

প্রেম নিয়ে অবশ্য দুজনের কেউই মুখ খুলছেন না। গত বছরের এক সাক্ষাৎকারে গারফিল্ড বলেছিলেন, ‘কারো সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আগেও কিছু বলিনি, সামনেও বলব না।’ এদিকে শোনা যাচ্ছে, গারফিল্ড ও মনিকাকে একসঙ্গে দেখা যাবে ‘আর্টিফিসিয়া’ ছবিতে। এটি বানাবেন ‘চ্যালেঞ্জারস’ নির্মাতা লুকা গুয়াদাগনিনো।