ভারতের সুরাটের শচীন এলাকায় গয়নার একটি শোরুমে সশস্ত্র ডাকাতির চেষ্টার সময় দোকান মালিক নিহত এবং আরো একজন আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তাদের মতে, চার অভিযুক্তের মধ্যে একজনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে, বাকি তিনজন এখনো পলাতক।
এসিপি সুরাট এনপি গোহিল জানিয়েছেন, রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্রী নাথজি জুয়েলার্সে এই ঘটনা ঘটে।
চারজন সশস্ত্র ব্যক্তি দোকানে প্রবেশ করে এবং ভেতরে থাকা ব্যক্তিদের বন্দুকের মুখে হুমকি দিয়ে গয়না লুট করার চেষ্টা করে। তারা পালানোর চেষ্টা করলে, দোকান মালিক আশীষ ভাই তাদের থামানোর চেষ্টা করেন।
এ সময় ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার শরীরে দুটি গুলি লাগে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
ডাকাতরা দোকানের বাইরে জড়ো হওয়া জনতার ওপরও গুলি চালায়। নাজিম শেখ নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন।
এক নাটকীয় ঘটনায় স্থানীয়রা বিশৃঙ্খলার সময় একজন ডাকাতকে ধরে ফেলে। পুলিশ কর্মকর্তা আরো জানান, জনতা তাকে মারধর করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ পলাতক তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। তদন্তে সহায়তা করার জন্য কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে এবং ফরেনসিক প্রমাণ সংগ্রহ করছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।