শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বিপাকে পড়েছে বাংলাদেশ। তবে শামিম হোসেন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে সেই ধাক্কা কিছুটা সামলে উঠেছে সফরকারীরা
১৯ রানে প্রথম উইকেট হারিয়ে ইনিংসের শুরুতেই ব্যাকফুটে যায় বাংলাদেশ। আসিতা ফার্নান্ডোর ইয়র্কার লেন্থের বল ফ্লিক করতে গিয়ে বোল্ড হন আগ্রাসী শুরু করা তানজিদ হাসান তামিম। ১৩ বলে তিনটি চারের সাহায্যে ১৭ রান করেন তিনি।
চতুর্থ ওভারে আসে দ্বিতীয় ধাক্কা। শূন্য রানেই ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। চামিরার হালকা মুভমেন্টের বলে তিন বল খেলে বোল্ড হন তিনি।
চতুর্থ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০ রানে ২ উইকেট।
এরপর ইনিংস কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন ওপেনার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৪২ রান। তবে সেই জুটি ভাঙে ১৪তম ওভারে। দিনুথ ভেল্লালাগের বলে স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ৪৪ বলে ২৮ রানে বিদায় নেন পারভেজ।
এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছ থেকে প্রত্যাশা ছিল বড় ইনিংসের। ইতিবাচক মানসিকতায় ব্যাটিং শুরু করলেও আউট হয়ে যান তিনিও। ভেল্লালাগের বলেই তুলে মারতে গিয়ে লগ অনে ক্যাচ দেন তিনি। ২৫ বলে করেন ২৮ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে ১২৪ রান।
ক্রিজে রয়েছেন তাওহিদ ও শামিম।