শুধু মায়ার কারণেই একটা সম্পর্ক টিকে থাকে : অপু বিশ্বাস

SHARE

শুধু মায়ার কারণেই একটা সম্পর্ক টিকে থাকে। এমনটাই মনে করেন দেশের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। এই সম্পর্ক যেকোনো ক্ষেত্রেই হতে পারে বলে অভিনেত্রীর মত।

অপু বিশ্বাসের কাছে ভালোবাসা মানে ‘সম্মান আর বিশ্বাস’।
সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে সম্পর্ক টিকে থাকার কারণ হিসেবে অপু বিশ্বাস বলেন, ‘‘মায়া এমন একটি জিনিস—সংসার জীবন হোক, সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক হোক, বন্ধুত্ব হোক কিংবা যেকোনো সম্পর্ক যার প্রতি মায়া সৃষ্টি হয়, সে যেখানে যতদূরেই যাক না কেন তার প্রতি চোখ, ভালোলাগা, অ্যাটাচমেন্টটা থাকবেই।”

অপু বিশ্বাসকে দীর্ঘদিন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে না। তিনি বর্তমানে ফ্যাশন ফটোশুটে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অপু বিশ্বাসের হালের লুক রয়েছে নেটিজেনদের আলোচনায়।
অপুর ভক্তরা আশা করছেন, খুব তাড়াতাড়ি সিনেমায় ফিরবেন তাদের প্রিয় নায়িকা।

অপু বিশ্বাস বর্তমানে একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একক মায়ের মতো করে জীবন কাটাচ্ছেন। তবে ছেলের জীবনে শুধু মা-ই নন, বাবার ভালোবাসাও মেলে। অপু বিশ্বাসের সাবেক স্বামী, ঢালিউড মেগাস্টার শাকিব খান মাঝেমধ্যেই ছেলের সঙ্গে সময় কাটাতে যান অপুর বাসায়।

চলতি মাসেই গিয়েছিলেন সিঙ্গাপুরে। সোশ্যাল হ্যান্ডলে অপুর পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, মা-ছেলে ঘুরে বেড়াচ্ছেন সিঙ্গাপুরের বিখ্যাত মারলায়ন পার্কে। সিংহমূর্তির পাশে দাঁড়িয়ে তোলা ছবিগুলোতে মা-ছেলের মুখে দেখা যায় আনন্দের ঝলক।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস সন্তান জয়কে সঙ্গে নিয়ে এক টেলিভিশন লাইভে এসে তাদের বিয়ের কথা প্রকাশ করেন।
এরপর ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে ছেলেকে নিয়েই নিজের সংসার গুছিয়ে নিচ্ছেন অপু বিশ্বাস।