রাষ্ট্র সংস্কারের উদ্যোগ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল” :অধ্যাপক আলী রীয়াজ

SHARE

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা মূলত বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের চাওয়া ও সংগ্রামেরই ফলাফল।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক মতবিনিময় সভায় সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক রীয়াজ বলেন, “আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই সুযোগ আমাদের জন্য তৈরি করে গেছেন বীর শহীদরা। তাদের কাছে আমরা ঋণী। এ সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রয়োজন ও তাগিদ এসেছে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষের কাছ থেকে। এই প্রক্রিয়া কোনো একক রাজনৈতিক দলের নয়— এটি পুরো জাতির।

“আমরা চাই, এমন একটি বাংলাদেশ তৈরি করতে, যেখানে কেউ নিপীড়নের শিকার হবে না, কেউ যেন বিচারবহির্ভূত ব্যবস্থার মুখে না পড়ে। আমাদের লক্ষ্য— সকলের অংশগ্রহণে একটি জাতীয় সনদে উপনীত হওয়া,”— বলেন আলী রীয়াজ।

সভায় তিনি জামায়াতে ইসলামীকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “আপনাদের আন্তরিকতা প্রমাণ করে, এটি একটি সমন্বিত প্রয়াস। রাষ্ট্র সংস্কার এখন আর কেবল সরকারের দায়িত্ব নয়, এটি জাতির ঐকান্তিক আকাঙ্ক্ষা।”

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।