ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা লিগ পর্ব শেষে ৪ পয়েন্ট অর্জন করে। সমান ৪ পয়েন্ট নিয়ে আগেই ফাইনালে জায়গা করে নেয় নিউজিল্যান্ড। অন্যদিকে, এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে না পারায় ছিটকে পড়েছে জিম্বাবুয়ে।
রোববার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৪৪ রান। দলের পক্ষে ব্রায়ান বেনেট সর্বোচ্চ ৬১ রান করেন ৪৩ বলে। রায়ান বার্ল অপরাজিত থাকেন ৩৬ রান নিয়ে। তবে পাওয়ার প্লে ও শুরুর ১০ ওভারে ধীরগতির ব্যাটিং দলের ওপর চাপ বাড়িয়ে তোলে। প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে মাত্র ৫৫ রান—যা এই সিরিজে এখন পর্যন্ত সর্বনিম্ন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনার রুবিন হারম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন ৩৬ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে। অধিনায়ক রসি ফন ডার ডুসেন ৪১ বলে ৫২ রান করে দলকে জয় এনে দেন। শেষ পর্যন্ত ১৬ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
এই জয়ের ফলে লিগ পর্বের আরেক ম্যাচ বাকি থাকলেও ফাইনালের দুই দল আগেই নির্ধারিত হয়ে গেছে। বাকি থাকা দুই ম্যাচ—নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড বনাম জিম্বাবুয়ে—হবে শুধুই নিয়মরক্ষার।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে, যেখানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড শিরোপার জন্য মুখোমুখি হবে।