মালদ্বীপ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৫ থেকে ২৬ জুলাই মালদ্বীপে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।
মালদ্বীপের রাষ্ট্রপতি কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় তা বিশেষ তাৎপর্য বহন করছে। এ সফরের মাধ্যমে ভারত-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক রূপ লাভ করবে বলে আশা করা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি মুইজ্জুর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়—অর্থনৈতিক উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, সমুদ্র নিরাপত্তা ও পর্যটন—নিয়ে আলোচনা হবে।
সফরের অংশ হিসেবে দুই দেশের যৌথ উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের কর্মসূচিও রয়েছে, যা পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর ভারত-মালদ্বীপ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।